পুজো তো এসেই গেলো !
- Paromita Guin
- Oct 16, 2023
- 2 min read

পুজো তো চলে এলো !
মা দুগগা এখনো কুমোর পাড়াতেই তৈরি হচ্ছেন । মাটির দুর্গা এখনো। হয়েতো বা কোথাও ঠাকুর এর সাজগোজ শুরু হয়েছে।
দেবীপক্ষয়ের সূচনায় মা এর চোখ আঁকা হয়েছে। মাটির দুর্গা সেজে উঠছে ধীরে ধীরে।
হাতে গোনা ক’একটা দিন মাত্র। যাকে কিনা বলে… কউন্ট ডাউন শুরু। চারিদিকে পুজো পুজো গন্ধ। এক্ মাত্র বাঙালীরাই পায়ে এই স্পেশাল পুজো পুজো গন্ধ।
আশ্বিনের ‘শারদ প্রাতে’ আলকবেনু বেজে উঠেছে। মহালয়ার দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শোনার আবেগ আজ ও আমাদের মতন প্রবাসী বাঙালির মনে কোনের এক প্রবল ইচ্ছে থেকেই যায়, যদিও এখানে প্রবাশে রেডিও তে শোনার সৌভাগ্য আমাদের হয়ে না। তাই ওটা একটা বিশাল নস্টালজিয়া আমাদের কাছে।
মা আসছেন। ঘরে ঘরে শুরু হয়েছে শুভ বোধনের ধ্বনি। সিংহবাহিনী বরাভয় প্রদায়িনী রূপে তিনি আবির্ভূতা হবেন। একদিন তিনি রামচন্দ্রকে এই শরৎ কালে আবির্ভূতা হয়ে রক্ষা করেছিলেন। তিনি শক্তিরূপিণী মহামায়া। তিনি তার সন্তানদের শক্তি দেন। আমাদের প্রার্থনার বীজ মন্ত্র হোক – মাভৈঃ।
দীর্ঘ এক বছরের প্রতীক্ষার হবে অবসান। দেবীর প্রতিষ্ঠা-বেল্লীবরন-বোধন হবে, ঢাকের কাঠি শারদীয়া সুরে মেতে উঠবে আপামর বাঙালী মন-প্রান।

আসবে ষষ্ঠীর সকাল… আমাদের কারো কাছে এটা ব্যাস্ততার দিন, কারোর কাছে পুজোর শেষ মুহূর্তের কেনাকাটি সারার দিন,কারোর কাছে অফিসের চাপে পুজোর প্ল্যান ক্যান্সেল করা, আবার কারোর কাছে ক’দিনের জন্য বাড়ি ফেরার আনন্দ !
সপ্তমী শুরু কলাবউ স্নান দিয়ে। তারপরে তো সারাদিন এর আড্ডা, পুষ্পাঞ্জলি, ভোগ খাওয়া, অন্যদের শাড়ী র সমালচনা, একটু হাল্কা হিংসা, আর পরের দিনের সাজুগুজু র একটা ছক কষে নেওয়া মনে মনে !
মহা-অষ্টমী শুরু মহা-উত্তেজনায়। এথনিক পোশাকে ফাটাফাটি মাঞ্জা দিয়ে, উ্পোশ করে পুষ্পাঞ্জলি, বন্ধুদের সাথে আড্ডা, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, আর ব্যাপক সেলফি তুলে ফেবু তে পোস্ট… যতই হোক, মহাষ্টমী তো বছরে একবারই আসে।
তারপরেই নবমী। মাঞ্জা তে ভাটা পরলে এক্কেবারেই চলবে না। যাকে বলে কিনা ক্লাইম্যাক্স ! আ্লোয়ে সাজানো চেনা অলি গলি, ঢাকের আওয়াজ, লাইন দিয়ে ফুচকা খাওয়া, সব মিলিয়ে পুজো জমজমাট।
রাত পোহালেই পুজো শেষ। বেজে উঠবে বিদায় বাজনা। মা ফিরে যাবেন কৈলাস। মন খারাপের দশমী। এর মধ্যেই একটু হাল্কা হুল্লোড় সিঁদুর খেলায়। তারপরেই বিসর্জন আর এক রাশ অপেক্ষা ।
অরকুটের যুগ পার করে আজ ফেসবুক, ই্নস্টাগ্রাম ইউটেউবের যুগেও, পুজো মানে বাঙালির সেন্টিমেন্টে একটা প্রেমের “খোলা হাওয়া”। যুগ পালটেছে, ফলোয়ার বেড়েছে, কিন্তু এখনো ধুনোর গন্ধে আর ঢাকের তালে বাঙালির কোমর দোলে ।
পুজোর আগে থেকেই শুরু কত্ত জল্পনা কল্পনা। দেখতে দেখতে পুজো এগিয়ে আসে। কিছু প্ল্যান হয়, কিছু হয়ে না… এইভাবে পুজো কেটেও যায়ে। সাথে থেকে যায়ে কিছু স্মৃতি । কিছু অসম্পূর্ণ প্ল্যান নিয়ে আর মনের কোনে কী যেন একটা ভার লুকিয়ে জোর গোলায় বলে ওঠা …
আসছে বছর আবার হবে… বলো দুগগা মাঈ কী জয় !

Comments